ডিসেম্বর ৩, ২০২১
আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১ পালিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
সভায় এনজিও’র পক্ষে মোছদ্দেক হোসেন ও আক্তারুল ইসলাম এবং প্রতিবন্ধীদের পক্ষে খুকুমনি ও শারমিন সুলতানা বক্তব্য রাখেন। আইডিয়াল, উন্নয়ন, ডিআরআরএ, মৌমাছিসহ বিভিন্ন এনজিও এর সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন দেবাশীষ চক্রবর্তী। 8,971,393 total views, 3,075 views today |
|
|
|