নভেম্বর ৫, ২০২১
সুন্দরবন প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আল হুদা মালী, গাবুরা শ্যামনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সদস্যদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সুন্দরবন প্রেসক্লাব মিলনায়তনে অত্র প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আসন্ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জি.এম রুস্তম আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি পিযুষ পাউলিয়া পিন্টু, মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. বিলাল হোসেন। সুন্দরবনের প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জিয়াউর রহমান, স.ম ওসমান গনী সোহাগ, আল হুদা মালী, মো. লিটন হোসেন, মো. আব্দুস সালাম, আহসান হাবীব, শরিফুল ইসলাম, আবু মুছা ময়না প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সকলের সর্বসম্মতিক্রমে সুন্দরবন প্রেসক্লাবের একজন সদস্য হিসেবে তার চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়টি সকলেই সাধুবাদ জানান। একই সাথে নির্বাচনি প্রচারণায় সকলে স্বতঃস্ফ‚র্ত ভাবে অংশগ্রহণ করবেন বলে আত্মপ্রকাশ করেন। 8,621,675 total views, 1,227 views today |
|
|
|