নভেম্বর ২৮, ২০২১
মাদ্রাসা সুপার আতিয়ার রহমানের গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগরের রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আতিয়ার রহমান কে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মানে ভূষিত হলেন। গত ১৯নভেম্বর ঢাকার বিজয় নগরস্থ হোটেল ৭১(থ্রি স্টার হলরুম) তাকে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তার হাতে এ সম্মাননা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুম মোরশেদ, গবেষনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ঈসা, মাহা সচীব মোঃ আর,কে রিপন প্রমূখ। মাওলানা আতিয়ার রহমানভ ভুরুলিয়ার কাটিবারহল (খানপুর) মরহুম শেখ আব্দুর রহিমের পুত্র। তিনি ১০ ই মে ১৯৬৭ সালে জন্ম গ্রহন করেছিলেন। তার এক কন্যা ও তিন পুত্র রয়েছে। তিনি ১৯৯৭ সালে চাকুরির সুবাদে বৃহত্তর ঢাকার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ট মাদ্রাসা প্রধান ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ট প্রধান হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহে বিশেষ পুরষ্কারে ভূষিত হন। রামজীবনপুর মাদ্রাসায় সুপার পদে নিয়োগ হওয়ার পর থেকে ছাত্র-ছাত্রীদের লেখা পড়া ও মাদ্রাসার পরিবেশের কারনে প্রতিষ্ঠানটির সুনাম শ্যামনগর উপজেলা তথা সাতক্ষীরা জেলায় সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি এ ধরনের অ্যাওয়ার্ড পাওয়ায় শ্যামনগরবাসী গর্ববোধ করেন।
8,619,634 total views, 11,291 views today |
|
|
|