নভেম্বর ২৭, ২০২১
বুড়িগোয়ালিনীতে পানির ট্যাংক বিতরণ
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন উপক‚লের শতাধিক প্রান্তিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যের কারণে সুপেয় পানির সংকট মোকাবেলায় চিকিৎসক এবং শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক সেবামূলক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন পানির ট্যাংক বিতরণ করেছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের জলিল মোড় বালুর মাঠ চত্বরে গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী, রমজাননগর, আশাশুনি উপজেলার প্রতাপনগর ও খুলনার কয়রা পয়েন্টে ১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ১১০টি পানির ট্যাংক বিতরণ করেন। পানির ট্যাংক বিতরণকালে ডু সামথিং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. জাকির হোসেনের উপস্থিতিতে সংগঠনটির স্বেচ্ছাসেবক শাহিন আলম, মাহমুদুল হাসান, বুলবুল, মামুন, মাসুম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, চারদিকে পানি কিন্তু পানযোগ্য পানি নেই। সুন্দরবন তীরবর্তী সাতক্ষীরার মানুষের এই অবস্থা দেখে আমাদের মনে ব্যপকভাবে নাড়া দেয়। তাই আমরা এই অসহনীয় কষ্ট থেকে মানুষকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নেই। উপক‚ল তীরবর্তী মানুষের খাবার পানির কষ্ট লাগবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 8,619,681 total views, 11,338 views today |
|
|
|