নভেম্বর ২১, ২০২১
তালায় দলিতের টিপসি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের টিপসি প্রকল্পের কর্ম পরিকল্পনার উপর তালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র উদ্যোগে, রোববার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, দলিতের হেড অফ হেলথ এড লাইভ হুড নিতাই চন্দ্র দাস। দাতা সংস্থা সানজিনো- ইটালী’র অর্থায়নে, টেকনিক্যাল এ্যান্ড প্রাকটিক্যাল স্কিলস্ ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিতের অডিট ম্যানেজার উত্তম দাস, টিপসি প্রকল্পের এ্যাডমিন ও ফাইনান্স অফিসার কৃষ্ণ দাস। টিপসি প্রকল্পের উপর আলোচনা ও প্রজেক্টারের মাধ্যমে ভিডিও প্রদর্শন করেন প্রজেক্ট ম্যানেজার তরিকুল ইসলাম। এ সময় তালার সিনিয়র সাংবাদিক এম.এ. ফয়সাল, প্রভাষক এসআর আওয়াল, মো. নুর ইসলাম, আকবর হোসেন. মিজানুর রহমান, শেখ সিদ্দিক ও হাসান আলী বাচ্চু সহ উপজেলার সাংবাদিক সংগঠনের সাংবাদিক প্রতিনিধিগণ, উপকারভোগী চায়না সরকার, বাসন্তী দাস, দেবযানী দাস ও রুপালী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। 8,590,467 total views, 7,153 views today |
|
|
|