Site icon suprovatsatkhira.com

১২ ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া

জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাফিয়া পারভীন। তিনি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ছিলেন। সাফিয়া পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকীর কন্যা।

সরেজমিনে দেখা গেছে, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ভোট গণণা করে বেসরকারি ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে সাফিয়া পারভীন পেয়েছেন ৭ হাজার ২শ’ ৬৫ ভোট।

তার নিকোটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮শ’ ৭৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কেএম রওশান আলী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৬শ’ ৪৩ ভোট, আঃ রহমান মোল্লা আনারস প্রতীকে ৬শ’ ৩৪ ভোট,আওয়ামী লীগ মনোনীত শ্যামলী রানী নৌকা প্রতীকে পেয়েছেন ৩শ’ ৮৫ ভোট, শাজাহান কবির শানু হাতপাখা প্রতীকে ৭৯ ভোট, আসানুর রহমান অটোরিকশা প্রতীকে ৪০ ভোট, নজরুল ইসলাম চশমা প্রতীকে ৩৯ ভোট।

এছাড়া কৃষ্ণনগর ইউনিয়নে বেসরকারিভাবে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন ১,২,৩,নং ওয়ার্ডে রাশেদা খলিল, ৪,৫,৬ নং ওয়ার্ডে সাজিদা পারভীন ৭,৮,৯ নং ওয়ার্ডে নাদিরা পারভীন। ইউপি সদস্য পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ১নং ওয়ার্ডে হোসাইন, ২ নং ওয়ার্ডে ইউসুফ হোসেন, ৩ নং ওয়ার্ডে সাইফুর রহমান, ৪ নং ওয়ার্ডে জবেদ আলী, ৫ নং ওয়ার্ডে ফজলু গাজী, ৬ নং ওয়ার্ডে নুর হোসেন, ৭ নং ওয়ার্ডে জামাল ফারুক, ৮ নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস, ৯ নং ওয়ার্ডে আঃ গফফার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version