নভেম্বর ২৩, ২০২১
শ্যামনগরে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ
এস,এম,মোস্তফা কামাল: “কৃষিই সমৃদ্ধি” খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে শ্যামনগরে ভরতুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম এর সভাপতিত্বে এ যন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এম,পি, এসএম জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার কৃষি খাতে কৃষি যন্ত্রপাতী ,সার ও বীজে ভুর্তকী দিয়ে কৃষিখাত কে স্বয়ংসম্পূর্ণ করতে চলেছেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, উপজেলা সহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ জিয়াউল হক সহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষাণীরা। হত দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করায় কৃষকরা বেজায় খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম বলেন, সরকার বিনামূল্যে কৃষক-কৃষাণীদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ, সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করায় এতদ্বাঞ্চলে কৃষিখাত বেশ সফলতা লক্ষ্য করা যাচ্ছে। 8,619,865 total views, 11,522 views today |
|
|
|