নিজস্ব প্রতিনিধি : আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে স্কুলের পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি শ্রীউলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু বলেন- ‘বিদায়’ শব্দটি সবসময়ই খুব কষ্টের হলেও সুশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনকে আরও গতিশীল করতে তোমাদের এ বিদায় নিতে হবে। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে অবস্থান করতে পারে না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম নিজেকে সুশিক্ষিত করে গড়তে হবে। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন স্কুলের ৯ ম শ্রেণির ছাত্রী ডালিয়া সুলতানা ডলি। পরীক্ষা হলে পরীক্ষার পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির এর প্রতিনিধি এস আই অভিক বড়াল।
কম্পিউটার শিক্ষক আবু হাসান ও বিকাশ সরকারের উপস্থাপনায় প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী, ইউপি সদস্য দিবাকর গাইন, ৪ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী কামরুল ইসলাম লাচ্চুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০২১ সালে স্কুল থেকে ১৩৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ৮, ব্যবসায় শিক্ষা ২১ ও মানবিক বিভাগে ১০৮ পরীক্ষার্থী।