Site icon suprovatsatkhira.com

মানব পাচারের ভিকটিমদের সমন্বিত সেবা প্রদানের লক্ষে জেলা পর্যায়ে মতবিনিময় সভা

সাতক্ষীরায় মানব পাচারের ভিকটিমদের সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় শহরের চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এবং পাওয়ার পয়েন্টে কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ. কে. এম. মাসুদ আলী । সভায় ভারচ্যুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিএসএম জাফরউল্লাহ। ইনসিডিন বাংলাদেশ ও এ্যাটসেক বাংলাদেশ এর আয়োজনে এবং সুইজারল্যান্ড এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন আশ^াস প্রকল্পের সভা ইনসিডিন বাংলাদেশ অপারেশন চীফ মোঃ মুশফিকুর রহমান সাব্বিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস,এম জামিল আহমেদ, সাতক্ষীরা সদর থানা ওসি (ভার) মোঃ বাবুল আক্তার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী ও রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ও ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী। আয়োজনকারী সংস্থাগুলো আশ^াস প্রকল্পের মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তিদের সমন্বিত সহায়তা প্রদানে জাতীয় রেফারেল কাঠামো গড়ে তোলার পথকল্প প্রণয়নে কাজ করে চলেছে। মানব পাচার প্রতিরোধ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। পাচার হতে উদ্ধার পাওয়া ব্যক্তির জন্য সমন্বিত সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী সংস্থার সমন্বিত উদ্যোগ আবশ্যক।

এজন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ গড়ে তুলতে জাতীয় রেফারেল কাঠামো এর কোন বিকল্প নেই। কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় পথকল্প নির্মাণে বর্তমানে পাঁচটি জেলায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মিজানুর রহমার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষা মোঃ শফিকুল ইসলাম, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, আরার নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না,সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, প্রেরনার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, ইউপি সদস্য মোঃ টুটুল হোসেন, উইনরক ইন্টারন্যাশনাল প্রতিনিধি এসকে নাজমুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সমস্থ অনুষ্ঠান বাস্তবায়নে জেলা সহযোগীর দায়িত্ব পালন করেন ক্রিসেন্ট সাতক্ষীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version