নভেম্বর ২৭, ২০২১
প্রতাপনগরে এক গৃহবধূকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ায় স্বামী করে পিটিয়ে জখম
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে এক গৃহবধূকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ায় স্বামী পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে এ ঘটনাটি ঘটে। আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে। এলাকা ঘুরে ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে প্রতাপনগর গ্রামের রবিউল ইসলামের স্ত্রীকে একই গ্রামের গোলজার গাজীর পুত্র নারী লোভী, উত্যাক্তকারী, লম্পট সাহেব আলী গাজী প্রায় সময় রবিউলের স্ত্রীকে কুপস্তাব দিয়া আসছিল। এতে রাজী না হওয়ায় সে ব্যর্থ হয়ে পথে ঘাটে বিভিন্ন জায়গায় উত্যাক্ত করতে থাকে। একপর্যায় এলাকার জনপ্রতিনিধি ব্যক্তিবর্গকে গৃহবধূ ও তাহার স্বামী রবিউল ইসলাম জানাইলে তাকে নিষেধ করে দেওয়ায় কিছু দিন বিরত ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাহার বিরুদ্ধে নালিশ করায় সে ক্ষিপ্ত হয়ে বলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না বলে অপহরন করার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে গৃহবধু রান্না ঘর থেকে ঘরে আসার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা উত্যাক্তকারী সাহেব আলী গাজী হঠাৎ ঐ গৃহবধূকে হাত ধরে টানা হেচড়া করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গৃহবধু এ সময় চিৎকার চেচামেচি করিতে থাকিলে তাহার স্বামী রবিউল ইসলাম শুনতে পেয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে সাহেব আলী গাজী তাকে মারপিট করে জখম করে। আশপাশের লোকজন খবর পেয়ে চতুর দিক থেকে আসতে থাকলে নারী লোভী উত্যাক্তকারী সাহেব আলী পালিয়ে যাওয়ার চেষ্টাকারে ধরা পড়ে। তাকে বেধে রেখে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা তার পরিবারেকে ডেকে এনে লিখিত ভাবে তার পিতা গোলজার গাজীর কাছে হস্তান্তর করে। বিষয়টি নিয়ে পরের দিন সকাল বেলা আবারও একই রকম আচরন ও গালিগালাজ করতে থাকলে ঐ গৃহবধূ বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইনচার্জ অভিযোগ পেয়ে এএসআই হালিমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে ঘটনার সত্যাতা পেলে অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদকে জানান। 8,640,936 total views, 5,935 views today |
|
|
|