নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড নিয়ে পারিশামারী কমিউনিটি ক্লিনিকের ভবন জরাজীর্ণ হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। ভবন ঝুকিপুর্ন হওয়ায় ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
জানা যায়,স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে তৃণমূল দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্য সেবা পোঁছে দেওয়ার লক্ষে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। কমিউিনিটি ক্লিনিক গুলোতে মা ও শিশুর স্বাস্থ্য সেবা,প্রজনন স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা সেবা,টিকাদান কর্মসূচী,পুষ্টি স্বাস্থ্য শিক্ষা পরামর্শ করা হয়। স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পোঁছিয়ে দিতে ১৯৯৬ সালে কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হলে ২০০১ সালে এসে তা প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে আবারও ক্লিনিক গুলো চালু করে সিএইচসিপি নিয়োগ করা হয়।
সোমবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে পারিশামারী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, পারিশামারী কমিউনিটি ক্লিনিকটি বন্ধ আছে। খোঁজ নিয়ে জানা যায়,ইতিমধ্যে ক্লিনিকটি পরিত্যক্ত অবস্থায় আছে। ১৯৯৮ সালে এই ভবনটি নির্মাণ করা হয়। পুরো ভবনের পলেস্তারা খসে খসে পড়ছে। জানালা,দরজার গ্রিল মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ছাদের উপর সোলার সিস্টেম অবহেলায় পড়ে আছে। তালাবদ্ধ থাকায় ভিতরে কি অবস্থা তা দেখা যায় নি। ভবনটি অতি দ্রæত সংস্কার করা না হলে স্বাস্থ্য সেবা ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান,জরাজীর্ণ ভবনে প্রাণের ভয়ে কেউ চিকিৎসা নিতে আসে না। এই জরাজীর্ণ ভবনটি সংস্কার করার আশু প্রয়োজন।
এ বিষয়ে পারিশামারী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি একেএম নাজমুল হোসেন জানান,বর্তমানে কমিউনিটি ক্লিনিকের এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। ভিতরে বসে স্বাস্থ্য সেবা প্রদান,প্রয়োজনীয় ঔষধপত্র রাখার মত কোন পরিবেশ নেই। জনগণের স্বাস্থ্য সেবা অব্যহত রাখতে পাশ^বর্তী পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের একটি রুম নিয়ে খুব কষ্টে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। সকলের দাবি ভবনটি দ্রæত সংস্কার করা হোক।
এ বিষয়ে আশাশুনি উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা জানান,পারিশামারী কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ হওয়ায় সংস্কারের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে কাগজ পত্র পাঠানো হয়েছে। ভবন সংস্কারের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আশা করি দ্রæত ভবনটি সংস্কার করা হবে।
অতি দ্রæত পারিশামারী কমিউনিটি ক্লিনিকটির ভবন সংস্কার করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওয়ার্ড বাসী।