Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা ৩টি কেন্দ্রে এস এস সি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা ৩টি কেন্দ্রে এস এস সি/দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরিক্ষা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনে কুরআন শিক্ষা বিষয়ে অংশগ্রহণ করে ৩৮৫ জন ছাত্র ছাত্রী। মোট পরিক্ষার্থী ছিল ৩৯২ জন । অনুউপস্থিত ছিল ৭ জন।

আমিরুন্নোস া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করে ১০২ জন। সবাই উপস্থিত ছিল। কুমিরা গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দিনে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরিক্ষার্থী ছিল ৭৪ জন। সবাই উপস্থিত ছিল। ও কারিগরি বিভাগে পরিক্ষার্থী ছিল ১৭৯ জন। অন্উুপস্থিত ছিল ৫ জন। এ ব্যাপারে পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাও. আব্দুল কুদ্দুস, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাও. আব্দুল কুদ্দুস, কুমিরা গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব আসাদুজ্জামান, ও কারিগরি বিভাগের কেন্দ্র সচিব রিংকু সুলতানা বলেন, প্রথম দিনে সামাজিক দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version