Site icon suprovatsatkhira.com

ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: ১৯১৫ সালে সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রথম প্রতিষ্ঠিত ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম এসএসসি ব্যাচের পরিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার ১২নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবসর প্রাপ্ত শিক্ষক ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি তালা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন মুখ্যার্জি সভাপতিত্বে বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ গ্রহণ করেন জয়নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাস্টার আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য, প্রতাপ কুমার ঘোষ, নারায়ন দাস, প্রতাপ কুমার চক্রবর্ত্তী, তাসলিমা খাতুন, ফারুক হোসেন, আসলাম খাঁন, আব্দুল্লাহ হোসেন, শামছুনাহার, নাছিমা খাতুন, সুবোধ দাস, স্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য রওশন আলী খাঁ, অসিম সুখ্যার্জি প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ি শিক্ষার্থীদের জন্য শুভকামনা করে বলেন, ১৯১৫ সালে সাতক্ষীরা জেলার পঞ্চম ও কলারোয়া উপজেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন যার সুনাম অক্ষুণ্ণ রয়েছে। পরীক্ষার হলে শৃঙ্খলতা ও ভদ্রতা বজায় রেখে ধানদিয়া হাইস্কুলের সুনাম অক্ষুন্ন রাখার লক্ষে মনোযোগ দিয়ে নকল মুক্ত পরীক্ষা দিতে ছাত্র ছাত্রীদের বিনীত আহŸান করেন তারা। ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের ৭৫ তম ব্যাচে ৪৬জন এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন শিক্ষক বৃন্দ। চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৯জন, বাণিজ্যিক বিভাগে ৮ জন ও মানবিক বিভাগে ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। বিদ্যালয়টিতে ১৮জন শিক্ষক স্টাফ ও ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৫০ জন ছাত্রছাত্রী রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version