নভেম্বর ১০, ২০২১
ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা
কলারোয়া প্রতিনিধি: ১৯১৫ সালে সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রথম প্রতিষ্ঠিত ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম এসএসসি ব্যাচের পরিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিদায়ি শিক্ষার্থীদের জন্য শুভকামনা করে বলেন, ১৯১৫ সালে সাতক্ষীরা জেলার পঞ্চম ও কলারোয়া উপজেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন যার সুনাম অক্ষুণ্ণ রয়েছে। পরীক্ষার হলে শৃঙ্খলতা ও ভদ্রতা বজায় রেখে ধানদিয়া হাইস্কুলের সুনাম অক্ষুন্ন রাখার লক্ষে মনোযোগ দিয়ে নকল মুক্ত পরীক্ষা দিতে ছাত্র ছাত্রীদের বিনীত আহŸান করেন তারা। ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের ৭৫ তম ব্যাচে ৪৬জন এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন শিক্ষক বৃন্দ। চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৯জন, বাণিজ্যিক বিভাগে ৮ জন ও মানবিক বিভাগে ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। বিদ্যালয়টিতে ১৮জন শিক্ষক স্টাফ ও ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। 8,598,576 total views, 6,455 views today |
|
|
|