নভেম্বর ৭, ২০২১
তালায় একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী সৈয়দ জাহাঙ্গীর’র জন্মবার্ষিকী পালন
বি. এম. জুলফিকার রায়হান, তালা: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্র শিল্পী, তালার কৃতি সন্তান সৈয়দ জাহাঙ্গীর’র ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিল্পকলা অ্যাকাডেমি’র আয়োজনে, রোববার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি পালনে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন, শিল্পীর পরিবারের সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী শেখ আফজাল। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, প্রয়াত শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ভ্রাতুষ্পুত্র সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শারমিন আকবর হাশেমী, সৈয়দ জুনায়েদ আকবর ও সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী প্রমুখ। বক্তারা- আলোচনায় কৃতি শিল্পীর কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। উল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর তালার তেঁতুলিয়া গ্রামের সমভ্রান্ত হাশেমী পরিবারে জন্মগ্রহণ করেন। সৃষ্টিশীল শিল্পকর্মে অনন্য ভূমিকা রাখায় ১৯৮৫ সালে তিনি একুশে পদক লাভ করেন। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের নিজ বাসভবনে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তালার তেঁতুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 8,590,959 total views, 7,645 views today |
|
|
|