Site icon suprovatsatkhira.com

জালালাবাদে বালু ভর্তি ট্রাক উল্টে মাছের ঘেরে

রেজওয়ান উল্লাহ,জালালাবাদ(কলারোয়া)প্রতিনিধি: সাতক্ষীরারর কলারোয়া -ধানদিয়া সড়কের জালালাবাদ এলাকায় ২১ নভেম্বর(রোববার) সকাল ১১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেল বালু বোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রাক চালক সামান্য আহত হয়েছে।আহত চালক আঃআজিজ(৪০) এর বাড়ি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট ১৫-৩৬৯৪) বালু বোঝাই ট্রাকটি নিলকন্ঠপুর অভিমুখে যাওয়ার পথে রবিবার ১১টার সময় জালালাবাদ বাজার পার হয়ে আমজাদ হোসেন বাবলুর বাড়ির সামনে নির্মাণাধীন রাস্তায় কালবার্ট তৈরী করার জন্য রাস্তার অর্ধেক খুড়ে রাখা হয়েছে,বাকি অর্ধেক রাস্তা দিয়ে ট্রাকটি যাওয়ার সময় পুকুরের পাড় ভেঙ্গে ট্রাকটি উল্টে যায়।

এতে ট্রাকটির সামনের ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে গেলেও চালক সামান্য আঘাত প্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা জানান,কলারোয়া -ধানদিয়া সড়কের অপরিকল্পিত ভাবে পূর্ণ নির্মাণ কাজ করার কারণে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা।বেশ কয়েকদিন ধরে কালবার্ট বানানোর জন্য রাস্তা খুড়ে রাখলেও কাজের কোন অগ্রগতি নেই। প্রতিদিন এই রাস্তায় লক্ষ্যধিক মানুষের চলাচল রাস্তায় ইট ফেলে ভাঙ্গার কারণে মানুষের চলাচলে খুবই সমস্যা হচ্ছে।অনেকে দুষছেন রাস্তার প্রশস্ততা কম ও অধিকাংশ জায়গায় রাস্তার দুপাশে অপরিকল্পিত ভাবে মাছের ঘের থাকার ফলে একটি গাড়ি অন্য গাড়িকে সাইড দিতে যেয়ে অধিকাংশ ঘেরের পাড়ের মাটি ধসে ছোট-বড় গাড়ী দুর্ঘটনার কবলে পড়ছে। নাম বলতে অনিচ্ছুক এক পথচারী বলেন,এই সড়কের দুই পাশে মাছের ঘের ও পুকুর অধিকাংশ মাছের ঘেরের ও পুকুরের রাস্তার পাশে নিজস্ব কোন পাড় নেই, এজন্য বড়গাড়ি সাইড দিতে গিয়ে প্রায় ঘেরের মধ্য উল্টে যায়। এজন্য রাস্তার দুইপাশে ঘেরের পাড় বাধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version