নভেম্বর ১১, ২০২১
কলারোয়ায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক এক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে ওয়ান শুটার গানসহ একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম খন্দকার জামিনুল হক টুটুল (৪০)। তিনি আশাশুনির দরগাহপুর গ্রামের খন্দকার ফজলুল হকের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-কলারোয়া মহাসড়কের গোপীনাথপুর বৈদ্যুতিক উপকেন্দ্র (কলারোয়া-১) এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। র্যাব সাতক্ষীরা সুত্র জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবাররুদ উদ্ধার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও প্রতারক গ্রেফতার এবং মাদক দ্রব্য উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২১ ইং তারিখ র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সাতক্ষীরা টু কলারোয়া গামী মহা সড়কের গোপীনাথপুর বৈদ্যুতিক উপকেন্দ্র (কলারোয়া-১) এর সামনে পাকা রাস্তার উপর ২০.৩০ ঘটিকা হইতে চেকপোস্ট শুরু করেন চেকপোস্ট করাকালীন অনুমান ২১.৩০ ঘটিকায় আসামি ১। খন্দকার জামিনুল হক টুটুল (৪০), পিতাঃ খন্দকার ফজলুল হক, মাতা-মোছাঃ মেরিনা, সাং-দরগাপুর, ওয়ার্ড নং-০৮, ইউনিয়নঃ দরগাপুর, থানাঃ আশাশুনি, জেলাঃ সাতক্ষীরা এর হেফাজত হইতে ০১ টি লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান অস্ত্র ও ০১ টি মোবাইল ফোন, সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মামলা নং-১৮, তারিখ ১১/১১/২০২১ ইং দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের ১৯অ ধারায় হস্তান্তর করা হয়েছে। 8,598,485 total views, 6,364 views today |
|
|
|