Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জাতীয় যুব দিবস পালিত

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ক্রেস্ট প্রদান ও বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আশাশুনিতে ‘মুজিববর্ষের আহŸান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, দেশের এক-তৃতীয়াংশ যুবক রয়েছে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন রকম প্রশিক্ষণ শেষে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে আত্মকর্মসংস্থানের কাজ করে চলেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অংশগ্রহণ ও যুবকদের প্রশিক্ষণের স্বাবলম্বী হওয়ার আহŸান জানান।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কাজী সুবীর হাসান প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের পরিচালকবৃন্দ, আত্মকর্মী ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুব ও যুব মহিলাদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ২৪ জন যুব ও যুব নারীদের মাঝে ১১ লক্ষ ৮০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version