Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে এসএসসি ও দাখিল পরীক্ষার ১ম দিনে ৫৪ পরীক্ষার্থী অনুপস্থিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় ৩ হাজার ৮ শত ৫৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। রবিবার (১৪ নভেম্বর) মাধ্যমিকের ৫টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৫ জন অনুপস্থিত এবং দাখিলের ২টি কেন্দ্রে কোরআন মাজিদ ও পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৫০ জন অনুপস্থিত থাকায় সর্বমোট ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২৮৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে ১ম দিন কেবলমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষা হওয়ায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিল। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৯৬ জনের সবাই উপস্থিত ছিল, বড়দল কলেজিয়েট স্কুলে ৭টি প্রতিষ্ঠানের ৫৭ জনের মধ্যে ১ জন, দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৮১ জনের মধ্যে ১ জন ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ৪০ জনের মধ্যে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আশাশুনিতে সমমান তথা দাখিল পরীক্ষা দু’টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৮৭ জন। কেন্দ্র দু’টির মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠানের ৬৬৬ জনের মধ্যে ৪৪ জন অনুপস্থিত ছিল এবং গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ১০টি প্রতিষ্ঠানের ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version