২০১৮ সালে কলারোয়ার কৃতি তরুণ শেখ আবির আহম্মেদ যুক্তিবাদী শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত করে কলারোয়া ডিবেটিং ক্লাব। কলারোয়া ডিবেটিং ক্লাবের মূল লক্ষ সাতক্ষীরাতে উগ্রবাদ মুক্ত, মাদক মুক্ত, সুস্থ-সুন্দর, আদর্শ যুব সমাজ গঠন করা। এ লক্ষ পূরণে আবির এর নেতৃত্বে কলারোয়া ডিবেটিং ক্লাব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “যোগাযোগ দক্ষতা উন্নতকরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা” পরিচালনা করছে।
এই কর্মশালার মাধ্যমে আবির শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা অথাৎ মানুষের সামনে কথা বলার ভয় দূর করা, মানুষের সামনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে কিভাবে একজন সু-বক্তা হিসেবে গঠন করা যায় এবং কিভাবে একজন সফল যুক্তিবাদী বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায় এ বিষয়ে শিক্ষার্থীদের সুদূরপ্রসারী প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষনের পরে সেই প্রতিষ্ঠানে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। এছাড়াও শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করা,মাদকের ক্ষতিকর দিকসমূহ নিয়ে তাদের সাথে আলোচনা করছে।
সাতক্ষীরা জেলায় সাইবার সুরক্ষা নিশ্চিত করার লক্ষেও আবির এর নেতৃত্বে কলারোয়া ডিবেটিং ক্লাব নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে। আবির এর আরো একটি সংগঠন রয়েছে নক্ষত্র ফাউন্ডেশন। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আবির সমাজের নানা ধরনের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। মাত্র ১৮ বয়সেই আবির এর নজর কাড়া এসব কার্যক্রমের সাতক্ষীরার সুশীল সমাজের প্রতিনিধিরা অনেক সন্তুষ্ট। তারা আবির এর ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করে। (প্রেস বিজ্ঞপ্তি)।