নভেম্বর ৯, ২০২১
হুইপ সামশুল হক ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরায় বসুন্ধরা সিমেন্টের পরিবেশক আনোয়ারা ট্রেডিং এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর-মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আনোয়ারা ট্রেডিংয়ের প্রোপ্রাইটর ফিরোজা হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী শওকাত হোসেন, মেহেদী হাসান রনি, শামীমা পারভীন রত্না, নাহিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল রশিদ হান্নু, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, বসুন্ধরা সিমেন্ট সাতক্ষীরার টিএসএম মো. মনিরুজ্জামান, শাকিলা খাতুন, তরুন ব্যানার্জী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামশুল হক চৌধুরী এবং তার ছেলে শারুন চৌধুরীসহ এই চক্রের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি করেন। 8,971,374 total views, 3,056 views today |
|
|
|