নভেম্বর ১৩, ২০২১
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন আল মুমিন ব্লাড ব্যাংকের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: “রক্তিম ভালোবাসা, ছড়িয়ে যাক প্রাণে প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “আল মুমিন ব্লাড ব্যাংকের” উদ্বোধন করা হয়েছে। সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কাজী ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাতী লীগের সভাপতি কাজী মারুফ, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসাইন প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে থাকেন। এ সময় তারা সরকারী চাকুরির ক্ষেত্রে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কোটা রাখার জন্য সরকারের কাছে আহŸান জানান। অনুষ্ঠানে এ সময় জেলার ১৫ টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন তাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং তারা একত্রে কাঁধেকাধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করার আহŸান জানান।
9,013,935 total views, 11,158 views today |
|
|
|