নভেম্বর ১৫, ২০২১
সাতক্ষীরায় সাধু যোসেফের বর্ষ সমাপ্তিতে তীর্থ যাত্রা
গত ৮ নভেম্বর হইতে ১৪ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ধর্ম পল্লীর শানতলা উপধর্ম পল্লীর পবিত্র পরিবারের গির্জায় সপ্তাহ ব্যাপী সাধু যোসেফের (নবী ইউসুপ) বর্ষ সমাপ্তিতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে তীর্থ যাত্রা অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর সকাল ১১ টায় সাতক্ষীরা ধর্ম পল্লীর পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তির স্বাগত বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ দিনে সেনেরগাতি, নগরঘাটা, মানিকহার উপধর্ম পল্লীর ৪৮০ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসর্গিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার মেলেসিও এস.এক্স।
১২ নভেম্বর সকাল ১১ টায় রঘুনাথপুর, গোয়ালচাতর, কাজীরহাট, শাকদহ, ঋশিল্পীর গোপীনাথপুর উপধর্ম পল্লীর ৪৭০ জন ভক্তজন অংশগ্রহণ করে এবং খ্রীষ্টযাগ উৎসাহিত হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার আনন্দ মন্ডল। 8,971,471 total views, 3,153 views today |
|
|
|