বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকাল টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভা সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সার্বিক ব্যাবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার এর সঞ্চলনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরসহ সাতক্ষীরা জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, পাবলিক প্রসিকিউটার আব্দুল লতিফ এবং সাতক্ষীরা জেলা আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ত্রৈমাসিক সভায় সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।