নভেম্বর ৯, ২০২১
সবুজ রঙের ধান ক্ষেতে কৃষকের স্বপ্ন হাসে
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের মাঠের পর মাঠ সবুজ সমারোহ রোপা আমনের ক্ষেত দেখে মনে হয়, এ যেন আবহমান গ্রাম বাংলার উদ্ভাসিত এক রূপ। কৃষকের সোনালী স্বপ্ন যেন লুকিয়ে আছে সবুজের মাঝেই। পাতা কাটা পোকার আক্রমনে কৃষকের স্বপ্ন মুখে হাসি মলিন হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ইউনিয়নের ফটিকখালী,দুর্গাপুর,খালিয়া,রাউতাড়া বিল এলাকা ঘুরে দেখা গেছে, কয়েক মাসের ব্যবধানে চোখ খুললেই দেখা যায় মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেতের অপূর্ব দৃশ্য। ৫০ভাগ ক্ষেতে ধান ফুলে গেছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শরতের অপরূপ সৌন্দর্যের প্রতিক হালকা হাওয়ায় দোল খাচ্ছে দিগন্ত জুড়ে সবুজ আমন ধানের ক্ষেত। এবার লক্ষ্য করা যায় সময়মত বৃষ্টিপাত হওয়ায় আমন ধান নিয়ে কৃষকের পানির জন্য খুব একটা দুঃচিন্তা করতে হয়নি। পর পর দুবার অতি বৃষ্টিতে কৃষকের বীজতলার অনেক ক্ষতি হওয়া সত্তে¡ও হাল ছাড়েনি কৃষক-কৃষানীরা। অনেকে দুবার বীজতলা তৈরী করেছেন,আবার অনেকে পাশর্^বর্তী এলাকা থেকে অনেক বেশি দামে ধানের চারা ক্রয় করে আমন ধানের আবাদ করেছেন। কিছু কিছু ক্ষেতে ধানের পাতা কাটা পোকার আক্রমন দেখা যাচ্ছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সঙ্গে কথা বলে দেখা গেছে, বিগত বছরের তুলনায় এবার আমন মৌসুমে তেমন অনাবৃষ্টির সঙ্গে লড়াই করতে হয়নি কৃষকের। তাই আমন ধান চাষে এবারের চিত্র ভিন্ন। মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টির হওয়ায় কৃষকরা আগে ভাগেই বীজতলা তৈরী করেছিল। চারা রোপণের পর পরই দফায় দফায় বৃষ্টি আর রোপণকৃত ধানের চারা কৃষকের নিবিড় পরিচর্যায় দ্রæত বেড়ে ওঠছে। তাই সবুজে ছেয়ে গেছে ধান ক্ষেত। সারা দিন কৃষক আর কৃষি শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত ফসলের মাঠ। আর দিগন্ত জুড়ে সবুজের মাঝেই উঁকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। তবে বর্তমানে ধানের পাতা কাটা পোকার আক্রমন বেশি হওয়ায় অনেক কৃষকের মাঝে হতাশা বিরাজ করছে।
ফটিকখালী গ্রামের মৃত পারস সানার পুত্র বিধান সানা বলেন, আমি ১বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। দুবার বীজতলা নষ্ট হওয়ায় খরচ অনেক বেশি হয়েছে। এবছর বিঘা প্রতি বীজতলা তৈরী,চাষ,শ্রমিক খরচ ১০হাজার টাকার মত হবে। বর্তমানে আমার ধানের অবস্থা ভাল। আশা করছি বিঘা প্রতি ১৮মন করে ধান পাওয়া যাবে। 8,971,256 total views, 2,938 views today |
|
|
|