নভেম্বর ১০, ২০২১
সদর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন-চেয়ারম্যান পদে ৬৪, সংরক্ষিত সদস্য পদে ১৬০ নারী ও সাধারণ সদস্য পদে ৪৯১ জন
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে গতকালই নেয়া হয় সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জমাদী। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরপত্তা ব্যবস্থা। জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১৭ টি ওয়ার্ডে ১২৬ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬০ জন নারী ও সাধারণ সদস্য পদে ৪৯১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। ১৩টি ইউনিয়নে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি সদস্য ও ৩ প্লাটুন র্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 9,024,394 total views, 942 views today |
|
|
|