নভেম্বর ২, ২০২১
রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভার মনগড়া রেজুলেশন!
নিজিস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার সীদ্ধান্ত পরিবর্তন করে রেজুলেশন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা যায়। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে এহেন রাজনৈতিক নোংরামি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকা বাসি। অভিযোগ ও তথ্য অনুসন্ধানে জানা গেছে , গত ২৮ অক্টোবর রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ৫ জন নৌকার মনোনয়ন চেয়ে আবেদন করেন। নৌকার মনোনয়ন প্রত্যাশীগনের মধ্যে প্রথম জমা দেন মোঃ হায়াত আলী গাজী, শেখ আল মামুন, শাহনুর আলম (শাহীন ),মোঃ আনোয়ারুল হাসান, মনিন্দ্র নাথ মিস্ত্রী । এ সময় অন্য আবেদনকারী ইয়াসিন ইকবাল (রাজ) বাংলাদেশ আওয়ামী লীগের মুল দল বা অংগ সহযোগী সংগঠনের সদস্য মর্মে কোন কাগজ না দেখাতে পারায় তার আবেদনটি গ্রহণ করা হয়নি। এই সভায় হুমায়ুন কবির ও পতিত পাবনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়া আর কেউ বক্তব্য না দিয়ে সভাপতি সমাপনী বক্তব্য প্রাদন করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের সভায় যারা মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তাদের আবেদন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেবেন। তারা যে সিদ্ধান্ত দেবেন সে মোতাবেক রেজুলেশন করা হবে মর্মে সভায় সীদ্ধান্ত হলে সভায় উপস্থিত সকলে ঐ সীদ্ধান্ত মেনে নিয়ে রেজুলেশন বই এ স্বাক্ষর করেন। সভাপতি অসুস্থ থাকায় তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সমগ্র মিটিং এর আলোচনা ও সীদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ স¤প্রচার হয় এবং বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে কৌশলে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আল মামুনের নাম বাদ দিয়ে কৌশলে ৪ জনের আবেদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলনের কাছে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হায়াত আলী গাজী জমা দেন। রেজুলেশন জমা দেওয়ার সাথে সাথে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি , দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ আল মামুন বলেন , উক্ত মিটিংয়ের আলোচনা ও সীদ্ধান্ত উল্টিয়ে লিখে রেজুলেশন লেখা হয়েছে। তিনি আরও বলেন ,জামায়াত , বিএনপি ও রাজাকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভূয়া রেজুলেশন জমা দেওয়া হয়েছে। রেজুলেশনে যা লেখা হয়েছে তা সভায় আলোচনা হয়নি এবং উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে রেজুলেশন লেখা হয়নি। গত ২৮ তারিখের সভার রেজুলেশন লেখার বিষয়ে মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন বলেন , এ বিষয়ে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার সাথে কোন পরামর্শ করেননি। সাধারণ সম্পাদক মোঃ হায়াত আলী শুধু মাত্র ফাইল জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মত গনতান্ত্রিক দলের ওপেন মিটিংয়ের সিদ্ধান্ত পাল্টিয়ে রেজুলেশন লিখে জমা দেয়ার বিষয়ে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন দলের গঠনতন্ত্র মোতাবেক সভা ও সভার রেজুলেশন করার নিয়ম। কেই যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তা অবৈধ ও বাতিল বলে গণ্য হবে। উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনা করে মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠাবেন। বর্ধিত সভার সীদ্ধান্ত পাল্টিয়ে রেজুলেশন স্বাক্ষর করিয়ে প্রতারণা করায় বিষয়টি নজরে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী ব্যক্তিরা। 8,623,972 total views, 3,524 views today |
|
|
|