নভেম্বর ১০, ২০২১
মধুমল্লারডাঙ্গীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভায় নতুন রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী এলাকায় উক্ত রাস্তা সিসি ঢালায়ের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকাল ৯টায় মধুমল্লারডাঙ্গী এলাকার সাইদের বাড়ি হতে নূর ইসলাম (নুরু)র বাড়ির সামনে পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গীর অবহেলিত এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসময় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।’ সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ৪ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৫০০ ফুট লম্বা ও ৭ফুট চওড়া এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, মহব্বত আলী, ব্রাক ইউডিপির ফিল্ড কো অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও মধুমল্লারডাঙ্গী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি. এর সম্পাদক মঞ্জুরুল আলম, সোহরাব হোসেন সিকদার, রফিকুল ইসলাম, শামসুল হুদা, সিডিও’র সভানেত্রী বিলকিস বেগম, সহ সভাপতি মো. আরিফুর রহমান খান বাপ্পি, সম্পাদক মরিয়ম সুলতানা, ক্যাশিয়ার রোজিনা পারভীন, কমিউনিটি অর্গানাইজার সাবিনা খাতুনসহ ইয়ুথ গ্রæপের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,971,125 total views, 2,807 views today |
|
|
|