নভেম্বর ২, ২০২১
মঞ্চস্থ হল পরিবেশ থিয়েটারের ‘বর্ডার ৭১’ নাটক
স্টাফ রিপোর্টার : হাজার হাজার দর্শক আর অতিথিবৃন্দের উপস্থিততে মঞ্চস্থ হয়েছে পরিবেশ থিয়েটারের নাটক ‘বর্ডার ৭১’। মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে শহরের অদূরে বাঁকালের বাজুয়াডাঙ্গা বলফিল্ডে নাটকটি মঞ্চস্থ হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত¡াবধানে মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন) এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় এ নাটকের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলাকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নাটকের প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নৌ-সচিব আব্দুস সামাদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার মাহবুবর রহমান লাকি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ। বিকাল ৫টা থেকে বাজুয়ারডাঙ্গা বলফিল্ড দশর্কে পরিপূর্ণ হয়ে যায়। অতিথি আর দর্শকে পরিপূর্ণ থাকলেও নির্ধারিত সময় থেকে কয়েকঘন্টা পরে হলেও বিভিন্ন কারণে দেরিতে নাটকটি মঞ্চস্থ হয়। দেরিতে মঞ্চস্থ হওয়ার কারণে দূরদূরান্ত থেকে এসে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে অবশেষে ধৈর্য্যহারা হয়ে অনেক দর্শককে বিষণœ মনে ফিরে যেতেও দেখা যায়। এছাড়া সুন্দরভাবে নাটকটি মঞ্চস্থ হলেও অতিথিদের বসার জন্য আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেক অতিথিবৃন্দকে মনক্ষুণœ হতেও দেখা গেছে। পরিবেশ থিয়েটার কি এটা জানার যেমন আগ্রহ ছিল দর্শকদের তেমন এর বিন্যাস কেমন হবে সেটাও ছিল দেখার বিষয়। তবে পরিবেশ থিয়েটার ও নাটকের সামগ্রিক বিষয়ে মো. মাজহারুল হোসেন তোকদার বাধন সাংবাদিকদের জানান, ‘১৯৭১ সালের ২১শে মে ঝাউডাঙ্গায় গণহত্যার ঘটনাটি নিয়ে ওইদিনের ইতিহাসকে বেজড করে নাটকের পান্ডুলিপি প্রণয়ন করেছি। আমাদের এই নাটকে যারা অভিনয় করছেন তারা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। যেমন আমাদের সাথে আছেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যদল, সাতক্ষীরার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক কর্মীরা, স্কুল কলেজের শিক্ষর্থীরা ও বাঁকাল বাজুয়াডাঙ্গার প্রায় ৫০’র অধিক নারী-পুরুষ’। পরিবেশ থিয়েটার বিষয়ে তিনি জানান, ‘পরিবেশ থিয়েটারের বয়স ৫০ বছর বা তারও কম। এটা আমাদের দেশে চর্চা করতেন আশীষ খন্দকার। এর বাইরে কিছু থিউরি দিয়েছেন রিচার্ড শেঠি। তবে এ থিউরিটা নিয়ে কাজ করা মানুষের সংখ্যা বাংলাদেশে খুব কম। আমি বিগত পাঁচ বছর ধরে কাজ করছি’। তিনি আরো জানান, ‘আমরা সকলে মিলে বৃহৎ আকারে এ থিয়েটার উপস্থাপন করার প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি’। এছাড়া যে ঘটনা যে ভাবে যে স্থানে ঘটেছিল সে ঘটনা সে ভাবে সেখানে উপস্থাপন করার নাম হল পরিবেশ থিয়েটার। আগামীতে এমন ধরণের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান। উল্লেখ্য, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চস্থ করার ভাবনা ও পরিকল্পনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ১৯৭১ সারের গণহত্যার ইতিহাস নিয়ে মো. মাজহারুল হোসেন তোকদার বাধনের রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় ‘বর্ডার ৭১’ নাটকটি ঝাউডাঙ্গায় মঞ্চস্থ করার পরিকল্পনা করা হয়। কিন্তু ঝাউডাঙ্গায় গণহত্যার স্মৃতি বিজড়িত স্থানে অনুকূল পরিবেশের অভাবে শহরের অদূরে বাঁকাল বাজুয়াডাঙ্গা ফুটবল মাঠে বিকাল ৫টায় এ নাটকের আয়োজন করা হয়। তবে ৫১ মিনিটের এ নাটক শুরু হয় রাত ৭টা ৫০ মিনিটে। 9,012,978 total views, 10,201 views today |
|
|
|