নভেম্বর ৩, ২০২১
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিমের (২৫ অক্টোবর) বুধবার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের বাদামতলা মোড় ও ভোমরা স্থলবন্দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)। বাজার তদারকি টিম সাতক্ষীরার সদর উপজেলার বাদামতলা মোড়ে ও ভোমরা স্থলবন্দরে বিভিন্ন হোটেল, ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় বাদামতলা মোড় ভাইভাই হোটেলে ৫ হাজার ও রুকাইয়া বস্ত্রালায়ে ৩ হাজার এবং ভোমরা স্থলবন্দরে রাধুনী হাউজ অ্যান্ড রেস্টুরেন্টে ২ হাজার, শাহা হোটেলে ৩ হাজার ও জাকির হোটেলে ২ হাজার টাকা মিলে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 9,024,358 total views, 906 views today |
|
|
|