নভেম্বর ১৯, ২০২১
পাটকেলঘাটায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা অনুষ্ঠান
নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘মর্নিং শোজ দি ডে’ সকালের আবহাওয়া দেখলে দিন কেমন যাবে বোঝা যায়। আজ এই আলোকজ্জ্বল হাজারো জনগণের মাঝে বিশাল জনপ্রতিনিধিদের মিলন মেলা দেখে বর্তমান নব নির্বাচিত চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই যে শুভ সূচনা করেছেন তা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। সরুলিয়া ইউনিয়ন একটি শক্তিশালী মডেল ইউনিয়নে পরিনত হবে, সকল জনগণ সরকারের সকল সুবিধা এই চেয়ারম্যানের মাধ্যমে ভোগ করবে বলে আমি আশা করি। শেখ হাসিনার সরকার গ্রামগুলি সব শহরে পরিনত করার যে প্রক্রিয়া শুরু করেছে তা বাস্তবে পরিনত করার জন্য এই চেয়ারম্যান আপনাদের সর্বদা পাশে থাকবে। আপনারা একজন সৎ, দক্ষ এবং শিক্ষিত নেতা খুঁজে পেয়েছেন। পাটকেলঘাটায় ০৩ নং সরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তালা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার শেখ আব্দুল হাই ও সাধারণ সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত কথাগুলো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় পাটকেলঘাটা কপোতাক্ষ তীরে নিলীমা ইকো পার্কে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য মাহবুবা খানম রুবি, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ৩নং সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ হাসান জুয়েল, প্রমুখ। অনুষ্ঠানে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 8,971,405 total views, 3,087 views today |
|
|
|