নভেম্বর ৯, ২০২১
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তজার্তিক মানের ওয়াশ রুম নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, শাহিনুর রহমান সাগর, রোটাঃ মার্জিয়া নুসরাত, সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক শিক্ষক নাজমুল লায়লা বিথী, মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন, মাওলানা মো. আখতারুজ্জামান ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সারা দেশে ৫০০ টি রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১২ জন অসহায় দুঃস্থ শিক্ষার্থীর ১ বছরের বেতন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিদ্যালয়ের অতি দরিদ্র অভিভাবদের কর্মমুখি ও স্বাবলম্বী করতে তাদের মাঝে বিনা সুদে ঋণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 9,024,387 total views, 935 views today |
|
|
|