নভেম্বর ১০, ২০২১
নগদ টাকাসহ শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় এক কুরিয়ার কর্মী স্বামীর রক্ষিত নগদ টাকাসহ শিশু সন্তানকে নিয়ে পরোকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্ত্রীর কবল থেকে টাকা এবং সন্তান উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সাতক্ষীরা দেবহাটার চাঁদপুর গ্রামের মেহের আলীর ছেলে বর্তমানে শহরের সুলতানপুর এলাকার শওকত আলীর বাড়ির ভাড়াটিয়া রেজাউল ইসলাম। তিনি বলেন আমি স্থানীয় একটি কুরিয়ারে ডেলিভারি ম্যান হিসেবে চাকুরি করি। বিগত ৯ বছর পূর্বে পটুয়াখালী জেলার বাধঘাটা গ্রামের খলিল সরদারের কন্যা রুবিনা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর আমার ঔরষে রুবিনার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স সাড়ে তিন বছর। আমি প্রতিদিন সকালে কুরিয়ার অফিসে চলে আসি আর রাতে বাড়ি ফিরি। এ সুযোগে আমার স্ত্রী রুবিনা খাতুন সাতক্ষীরা শহরের গোপিনাথপুর গ্রামের লিয়াকত মোল্লারর পুত্র ইউসুফ মোল্লার সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি আমি অবগত হওয়ার পর শুধু মাত্র শিশু পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে মিমাংসার চেষ্ঠা করি। কিন্তু ইউসুফ আলীর পরোকিয়া প্রেমের ফাঁদে পড়ে আমার স্ত্রী রুবিনা খাতুন উন্মাদ হয়ে পড়ে। একপর্যায়ে গত ৮ নভেম্বর‘২১ তারিখে আমি কুরিয়ার অফিসে চলে আসলে ঘরে রক্ষিত আমার বিধবা বোনের ১লক্ষ ৬৪ হাজার নগদ টাকা, দেড় লক্ষাধিক টাকার সোনার গহনাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ট্রাকে তুলে একমাত্র শিশুপুত্রকে সাথে নিয়ে পরোকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। রাতে অফিস শেষে বাড়ি ফিরে দেখি আমার ঘরে কিছুই নাই, আমার সন্তানও নাই। আর রুবিনা খাতুনের মোবাইল নাম্বারটি বন্ধ। 9,024,424 total views, 972 views today |
|
|
|