নভেম্বর ২৩, ২০২১
দেশ প্রেমিক হতে হলে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের জীবনী জানতে হবে দেবহাটায় ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান
মীর খায়রুল আলম: বিএনসিসি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (বিএসপি, এনডিসি, পিএসসি) নাহিদুল ইসলাম খান বলেছেন, প্রকৃত দেশ প্রেমিকক হতে হলে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের জীবনী সম্পর্কে বেশি বেশি জানতে হবে। কারণ তাদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি। সে কারণে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজ মাতৃভাষা যদি বাংলা না হত আমরা নিজেদের মনের ভাষা প্রকাশ করতে পারতাম না। দেশকে ভালোবাসতে হলে দেশের সোনার মানুষ সম্পর্কে জানাতে হবে। সেদিন বঙ্গবন্ধুর আহŸানে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাদের উচিত এমন আলোকিত মানুষকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখা। তাই এমন মানুষদের আলো সমাজে ছড়িয়ে দিতে হবে। মঙ্গলবার দেবহাটার ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফর রহমান সরদারের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে ভাষা সৈনিকের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে লাইট হাউস মার্কেটে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন রেডিমেন্ট (সিও) হাসান মাহামুদ, বিএনসিসি ছানোয়ার হোসেন, মেজর ফারুক হোসেন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, প্রথম আলোর নিজিস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, ভাষা সৈনিকের পুত্র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। 8,982,316 total views, 8,568 views today |
|
|
|