নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় চেয়ারম্যান, মেম্বর প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সোমবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কার্যালয়ে নিজেদের প্রার্থীতার মনোনয়নপত্র জমা দেন কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক ও প্রাননাথ দাশ।
উপজেলা শিক্ষা অফিসার শাহজাহানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি নেতা ও নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম সহ বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া এবং ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ১২ নভেম্বর চেয়ারম্যান পদের দলীয় প্রার্থী ব্যতীত অন্যান্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।