নভেম্বর ৮, ২০২১
দেবহাটায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রবি ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম, ভুট্টা ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। স্বগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আবুল কালাম, আফজাল হোসেন, জাহিদ হোসেন, আলাউর রহমান সহ বিভিন্ন এলাকার কৃষকগন।
8,982,499 total views, 8,751 views today |
|
|
|