দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পিসক্লাবের তরুন-যুব এবং ধর্মীয় নেতাদের নিয়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিসক্লাবের আয়োজনে পিস কনসোর্টিয়া ও রূপান্তরের সহযোগীতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক বুরো’র মহাপরিচালক কেএম তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের পুরোহিত, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ পিস ক্লাবের নেতৃবৃন্দ।