দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার গণ অভ্যত্থান দিবস পালনে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা জাসদের আয়োজনে দেবহাটা প্রেসক্লাব হলরুমে উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। এ সময় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঃ গফুর, কাত্তিক মুখ্যাজী, আঃ রশিদ, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ কর্নেল তাহের হত্যার পূনঃ বিচার হওয়ায় ১৪ দলীয় জোট সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো বক্তারা।