দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
রাইট টু গ্রো প্রসেস প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্টি ও শিশুদের নিয়ে কাজ করবে বলে জানানো হয় সভায়।