নভেম্বর ১৪, ২০২১
দেবহাটায় এসএসসি ও সমমানে প্রথম দিনে ১৭ শিক্ষার্থী অনুপস্থিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় এক যোগে দেবহাটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেবহাটার ২টি এসএসসি, একটি মাদ্রাসা ও একটি কারিগরি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এবছর দেবহাটায় ২টি কেন্দ্রে ও ভেনু কেন্দ্রে ১১২৯জন, মাদ্রাসা কেন্দ্রে ২৬৩জন এবং ১০৮জন কারিগরি শিক্ষার্থী অংশ নেবে। প্রথম দিনে দেবহাটা সরকারি পাইলাট হাইস্কুল কেন্দ্র ও দেবহাটা কলেজ ভেনু কেন্দ্রে ৬৬ জনের মধ্যে ৬৫জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেনু কেন্দ্রে ৭৬ জনের মধ্যে সবাই অংশ গ্রহণ করে। সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনে ২৩২ জনের মধ্যে ২২৯ জন অংশ নেন। হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষার ১০৮ জনের মধ্যে ৯৫ জন অংশ নেন। এই কেন্দ্রে ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সব মিলে মোট ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনের পরীক্ষায়। 9,013,079 total views, 10,302 views today |
|
|
|