নভেম্বর ৮, ২০২১
দেবহাটার শিমুলিয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার শিমুলিয়ায় জমি চাষ কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত চাচাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোমবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও আহতের পরিবার জানান, সোমবার সকাল ৯টার দিকে তাদের বাড়ির পাশ্ববর্তী ধানের খেতে কাজের উদ্দেশ্য যান শিমুলিয়া গ্রামের বাবুর আলীর ছেলে জাহাঙ্গীর ও তার চাচাতোভাই রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম। এসময় পূর্বশত্রæতার জের ধরে জমির আইল ছাঁটা নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। এক পর্যয়ে রবিউল ও জাহিদুল মিলে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এ ঘটনা শুনে সেখানে হাজির হয় তার পিতা বাবুর আলী। পরবর্তীতে জাহাঙ্গীরের দুই ভাই তাদের চাচাতো ভাই আরিজুল, নজরুল, রেজাউলসহ কয়েকজনকে ডেকে এনে দুপুর দেড়টার দিকে পুনরায় হামলা চালায়। এতে পিতা বাবুর আলী, ছেলে জাহাঙ্গীর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহতদের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়া হামলার সময় তাদের নিজেদের কোদালের আঘাতে শিমুলিয়া গ্রামের মরহুম হামিদ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম আহত হন। এঘটনায় তার চাচাতো ভাই আরিজুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় আরো একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে উভয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 8,971,302 total views, 2,984 views today |
|
|
|