দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নারিকেলীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সখিপুর ইউনিয়নে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী লাঠি খেলায় ২টি দল অংশ গ্রহণ করে। যার মধ্যে উপজেলার টাউনশ্রীপুর দলের নেতৃত্ব দেন রিয়াসাত আলী এবং চিনেডাঙ্গা দলের নেতৃত্ব দেন বক্কার গাজী।
স্থানীয় কালিপদ সরদারের উদ্যোগে এ খেলাটি বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করে। খেলায় উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহসানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, সহ স্থানীয় জনসাধারণ। খেলায় চিনেডাঙ্গা দল জয়লাভ করে। এছাড়া খেলা চলাকালে টাউনশ্রীপুর দলের অধিনায়ক রিয়াসাত আলী আহত হন।