ডেস্ক রিপোর্ট : দ্বিকতীয় ধাপে সকাল ৮টা থেকে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। এদিকে সকালের শুরুতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়। কিন্তু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে৷ সদর উপজেলার বেশিরভাগ ভোটকেন্দ্র ঘুরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ভোটাররা ভোট দিয়ে সাংবাদিকদের সাথে সন্তুষ্টি প্রকাশ করেছেন।