নভেম্বর ৪, ২০২১
দুঃখী মানুষের পাশে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’
ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সারা দেশের স্থানীয় দৈনিক আজকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা কলারোয়ার দুই কিডনি বিকল হয়ে মারা যাওয়া সেই আব্দুল হামিদের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৃত আব্দুল হামিদের স্ত্রী নাজমা খাতুনের হাতে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ এর অর্থায়নে উপজেলা সমন্বয়ক ফারুক হোসাইন রাজের তত্ত¡াবধানে উপহারের সেলাই মেশিন তুলে দিয়েছেন জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশন কলারোয়া’র ফারহান আল ফারুক, রেজওয়ান উল্লাহ রেজওয়ান, যবিপ্রবি’র এটিএম মাহফুজ, কসক এর ওমর ফারুক প্রমূখ। দুঃখী মানুষের পাশে আমরা বন্ধু ফাউন্ডেশনের যাত্রা যে এটা দিয়ে শুরু বা শেষ তা নই বরং সমাজের অসহায় দারিদ্রতায় পিছিয়ে পড়া পরিবার ছাত্র ছাত্রীদের পাশে থাকতে চাই আমরা বন্ধু ফাউন্ডেশন, সাতক্ষীরা। গত বছর ২ নভেম্বরে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ঘরামি পাড়া গ্রামের শফিকুল ইসলামের ৮ বছর বয়সী ছোট্ট ছেলে হুসাইন বন্ধুদের সাথে খেলাতে গিয়ে পায়ের রগ কেটে যাওয়াতে সংকটপূর্ণ থাকলে আমরা বন্ধু ফাউন্ডেশনের উপহার পেয়ে তার পরিবার সুচিকিৎসা করিয়ে এখন সুস্থ আছেন। হেলাতলা ইউনিয়নের শুভঙ্করকাটি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ১১ বছরের এক মাত্র ছেলে ভ্যান চালিয়ে রোজগারের সংবাদটি আজকের পত্রিকাতে প্রকাশের পর আমরা বন্ধু ফাউন্ডেশনের তত্ত¡াবধানে একটি মোটর চালিত ভ্যানে ভ্রাম্যমাণ ফলের দোকান উপহার পেয়েছেন ছোট্ট শিশু ফাহিম হোসেনের পরিবার। কোঠাবাড়ি পশারি পাড়া গ্রামে ক্যান্সার আক্রান্ত হয়ে বাবা-মা মারা যাওয়ার পর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ছোট্ট দুই শিশু রোমা ও তাহেরা খাতুন এমন সংবাদ আজকের পত্রিকায় প্রকাশের পর নতুন স্কুল ড্রেস ও আমরা বন্ধু ফাউন্ডেশনের উপহার পেয়ে সুন্দর জীবন যাপন করছে তারা ২০১৫ সাল হতে শিশু শিক্ষা কর্ম সংস্থান মূলক এমন অগনিত সেবা সাতক্ষীরা জেলা ব্যাপি দিয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ফাউন্ডেশ’ সাতক্ষীরা। সেলাই মেশিন পেয়ে মৃত আব্দুল হামিদের স্ত্রী নাজমা খাতুন বলেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়ী ছোট দুই মেয়ে নিয়ে খুব অসহায়ের মতো দিন পার করছি । ‘আজকের পত্রিকা’য় আমার অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ পরিবেশনের পর ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ থেকে সেলাই মেশিন উপহার পেয়েছি আগের মত অসহায়ত্বে বা কারো কাছে হাত পেতে দিন চালাতে হবে না। সংগঠন ও পত্রিকার পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সকলের জন্য মঙ্গল কামনা করেন তিনি। ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, আব্দুল হামিদ ছিলেন তার বাবার একমাত্র সন্তান পরিবারের আয়ের প্রধান উৎস সে মারা যাওয়ার পর ৫ সদস্যের পরিবার নিয়ে খুব হতাশায় দিন কাটছিল তার নাজমা খাতুনের। আমার বন্ধু ফাউন্ডেশন এর উপহার যদি তিনি সঠিকভাবে কাজে লাগান আশা করি আগামী দিনগুলো তার পরিবারের সদস্যদের নিয়ে কোনরকম অর্থনৈতিক মন্দা কাটিয়ে ভালো চলবে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা প্রতিটি মানুষের আছে এজন্য সুপরামর্শ আর্থিক সহযোগী বা যে কোন ভাবে দুঃখী প্রতিবেশীকে সহযোগী করা উচিত। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আমারা বন্ধু ফাউন্ডেশন উল্লেখ যোগ্য কাজ করে যাচ্ছেন সংগঠনের অগ্রগতি ও সদস্য শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করেন তিনি। 8,604,195 total views, 12,074 views today |
|
|
|