নভেম্বর ১২, ২০২১
তেল গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিজাউল করিম: তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় হাটের মোড়ে গিয়ে শেষ হয়। ইটাগাছা হাটের মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। সমাবেশ আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, মহিউদ্দীন সিদ্দিকি, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহŸায়ক আহছানুল কাদির স্বপন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের যুগ্ম আহŸায়ক সালাউদ্দীন লিটন, জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক এড. ফেরদৌসী আরা লুসি, ছালেকা হক কেয়া,দেবহাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ। সমাবেশে জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, সরকার তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। 8,971,760 total views, 3,442 views today |
|
|
|