নভেম্বর ৩০, ২০২১
তালায় ওয়েভ ফাউন্ডেশন’র অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন সভাপতি প্রণব ঘোষ বাবলু, সম্পাদক জুলফিকার রায়হান
তালা প্রতিনিধি : ওয়েভ ফাউন্ডেশন’র বাস্তবায়নে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অধীন তালায় প্রকল্প অবহিতকরণ সভা ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন’র কারিগরি ও আর্থিক সহযোগিতায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক সভা’র আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। ওয়েভ ফাউন্ডেশন’র বিভাগীয় ফ্যাসিলেটেটর মো. জহির উদ্দীন’র পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. রবিউল ইসলাম, দলিত কমিউনিটি প্রতিনিধি প্রবীর দাশ, যুব নেতা মনিরুল ইসলাম ও শিক্ষার্থী জয়ন্তী দাশ প্রমুখ। সভা শেষে তালা প্রেস ক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে চেয়ারপার্সন, সাহিদা বেগম এবং কল্যাণ হালদারকে সহ-সভাপতি, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হানকে সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলামকে সহ-সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট তালা উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক’র কমিটি গঠন করা হয়। 8,591,305 total views, 7,991 views today |
|
|
|