ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সাম্প্রতি সরকারি ঘোষণায় ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় পেট্রোল অকটেন কিনতে ক্রেতারা যেমন দৌড় ঝাপ করছেন তেমনি ফিলিং স্টেশনে না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। রবিবার ( ৭ নভেম্বর) সকালে উপজেলার ইউরেকা ফিলিং স্টেশনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
ইউরেকা ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে ক্রেতাদের মধ্যে অকটেন পেট্রোল এর দাম বৃদ্ধি হতে পারে এমন বিভ্রান্তে তারা প্রয়োজনের থেকে বেশি মাত্রায় সংগ্রহ করেছে যে কারণে গতকাল শনিবার সকাল থেকে ফিলিং স্টেশনে ৪ হাজার লিটার পেট্রোল অকটেনের ট্যাংকি শূন্য । পেট্রোল অকটেনের দাম না বাড়লেও খুলনা ডিপোতে ব্যাপক চাহিদা বেড়েছে তবে ডিপোতে চাহিদা অনুযায়ী ওয়ার্ডার দেওয়া হয়েছে মাল আসলে সাময়িক সংকট কাটিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হবে।
পৌরসদরের মেসার্স সোনিয়া পেট্রোলিয়াম সার্ভিসের ম্যানেজার বলেন, ফিলিং স্টেশনে ডিজেলের কোন ঘাটতি নেই তবে পেট্রোল অকটেন সরবরাহ করা মেশিন নষ্ট হয়ে যাওয়াতে ক্রেতাদের চাহিদা থাককলেও বিক্রি করতে পারছিনা। ৬০ হাজার টাকা খরচ করে আগামী পরশুদিনের মধ্যে তরল সরবরাহ করা মেশিন সংস্কারের পর ঘাটতি কাটিয়ে উঠা সম্ভব হবে। সাময়িক বিভ্রান্তে অন্য সময়ের থেকেও সম্প্রতি অকটেন পেট্রোল কিনতে মানুষের মধ্যে ব্যাপক দৌড় ঝাপ দেখা যাচ্ছে।
উপজেলার ঝাপাঘাট গ্রাম থেকে পেট্রোল অকটেন কিনতে আসা খায়রুল ইসলাম বলেন, ডিজেলের দাম বেড়েছে কিন্তু পেট্রোল অকটেন নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা পৌর সদরের তিনটি পাম্পের মধ্যে সোনিয়া ও ইউরেকা ফিলিং স্টেশনে ঘুরেও তেল পাওয়া যায়নি ৪/৫ কিলোমিটার পাড়ি দিয়ে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আবার সিরিয়াল দিয়ে নিতে হচ্ছে।
গোপীনাথপুর হোসেন ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান বলেন, ৭ হাজার ২শত লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ট্যাংকিতে ডিপো থেকে ৩/৪ হাজার লিটার নিয়ে এসে বিক্রির জন্য রাখা হয়। ডিজেলের লিটারে ১৫টাকা বৃদ্ধি হয়েছে আবার বাস বন্ধ ধর্মঘাট হওয়াতে মোটরযান ও মোটরসাইকেল চালকদের মধ্যে পেট্রোল অকটেনের দাম নিয়ে বেশি আতঙ্কিত দেখা দিয়েছে যে কারণে অধিকাংশ বাইকে ২২ লিটার ট্যাংকি ফুল করছে। নিয়মিত অনেকে যে পরিমান পেট্রোল অকটেন ক্রয় করতেন এখন তাদের চাহিদাও দ্বিগুণ বেড়েছে যে কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। পাম্পের ট্যাংকিতে অল্প থাকলেও আজ দিনের মধ্যে ডিপো থেকে আমদানি করা হচ্ছে আরও প্রশাসন নজর দিলে অবশ্যই বিষয়টির সমাধান হবে। তবে ক্রেতাদের তুলনামূলক সচেতন হতে হবে কোন বিভ্রান্ত ধারনা করে সাময়িক সমস্যা সৃষ্টি করা অনুচিত।
হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার গফুর বিশ্বাস জানান, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়াতে মোটরযান চালকদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে যে কারণে ডিজেল, পেট্রোল ও অকটেন নিয়ে ট্যাংকি পূর্ণ করছে আবার অনেকে প্লাস্টিকের পাত্রে করে বাড়িতে নিয়ে রাখছে। ডিজেল ৮০টাকা, পেট্রোল ৮৬.১৫ টাকা, অকটেন ৮৯.১৫ টাকা লিটার দরে বিক্রি করা হলেও ক্রেতারা প্রয়োজন অতিরিক্ত ক্রয় করে চাহিদা বাড়াচ্ছে যার প্রভাবে সাময়িক ভোগান্তি পোহাচ্ছে সাধারণ ক্রেতারা।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, উপজেলার সকল তেল পাম্প কতৃপক্ষকে নিয়ে জরুরি মিটিংয়ের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ অকটেন ডিজেল পেট্রোল পাম্পের ট্যাংকিতে বিক্রি উপযোগী থাকবে ততক্ষণ পর্যন্ত ক্রেতাদের নিকট ন্যায্যমূল্যে বিক্রি করতে হবে অন্যথায় আইন অমান্য কারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।