Site icon suprovatsatkhira.com

টাকা ছিনতাই ও মারপিটের মামলা করায় আসামি কর্তৃক বাদিকে হুমকি

কলারোয়া পৌর প্রতিনিধি: কলারোয়ার জয়নগরে ব্যবসায়ীর উপর হামলাকরে টাকা ছিনতাইয়ের মামলা করায় বিপাকে পড়েছে মামলার বাদী। আসামিদের অব্যহত হুমকিতে জীবনের নিরপত্তাহীনতায় ভূগছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাদি প্রদীপ সাহা।

তিনি বলেন, দক্ষিন ক্ষেত্রপাড়া গ্রামের আকছেদ আলী ঢালীর ছেলে মো: মোখলেছুর ওরফে বাবু, লতিফ সানার ছেলে জাহিদ হাসান রামকৃষনপুর গ্রামের রফিকুলের ছেলে ছিদ্দিক মোড়ল, মাফু শেখের ছেলে কামরুল শেখ দক্ষিন ক্ষেত্রপাড়া গ্রামের কেরমত মোল্যার ছেলে হাবিবুল্যাদের সাথে সম্প্রতি সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তারা এলাকার বিতর্কিত ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। পূর্ব শত্রæতার জের ধরে গত ৫ নভেম্বর সন্ধ্যায় আমার আড়তে যেয়ে হামলা হুমকি দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উল্লেখিতরা আমাকে মারপিট করে জখম করে। এসময় তারা তাদের জনৈক এক গড ফাদারের নির্দেশে আমার দোকানের ক্যাশ থেকে ১ লাখ ৮৩ হাজার টাকা লুট করে নেয়।

আত্মরক্ষার্থে আমি ডাক চিৎকার করলে বাজারে থাকা লোকজন এসে আমাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা (নং-০৯) দায়ের করি। মামলা দায়েরের ফলে উক্ত আসামিরা আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে যাচ্ছে। সুযোগ পেলে তারা প্রতিশোধ নিবে বলেও প্রকাশ্যে হুমকি প্রদান করছে। এ অবস্থায় আমি নিরপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছি। আসামিদের গ্রেপ্তার পূর্বক জেল হাজতে আটক রাখার দাবি জানাচ্ছি।

এবিষয়ে মোখলেছুর রহমান বাবু আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বাদী নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা রাণী সাহার পক্ষের লোক। আমি প্রতিদ্বন্ধী জয়দেব সাহার পক্ষের লোক। রাজনৈতিক কারণে বাদী আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version