ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১১ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন আমি বিগত ৫ বছরে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট কালভার্ট এর ব্যাপক উন্নয়ন করেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমার ইউনিয়নের দলবদ্ধতা নিরষণ করবে।
ঝাউডাঙ্গা বেতন নদী খাল সংস্কার করবো,ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ, তিনি আরো বলেন আমি আমার ইউনিয়নের আমার বিগত ৫ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় যে অসমাপ্ত কাজ ছিল আমি নির্বাচিত হতে পারলে সমাপ্ত করবে ইনশাল্লাহ। আমার ইউনিয়নের মানুষের আয়কর রিটার্ন মাফ করবো, এবং প্রত্যেকের বাড়িতে ট্যাক্স রশিদ পৌঁছাই দিব। প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা নিশ্চিত করবো আধুনিক ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।