ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় জেলার শিল্পীদের জন্য কল্যান তহবিল তৈরী ও সাংগাঠনিক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি শহিদুর রহমান, দিলরুবা রোজ, শামীম পারভেজ, আমিনুর কাজল, নাহিদা আক্তার পান্না, শেখ মোসফিকুর রহমান মিল্টন, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, কাজল, সিদ্দিকুর রহমান, মাসুদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় আগামী ২৫ নভেম্বর যশোরে জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে একটি গণসংগীত দল নিয়ে কেন্দ্রীয় কমিটির আয়োজনে অংশ নেয়ার সিধান্ত নেয়া হয়।
এছাড়া জেলা ব্যাপি সাংস্কৃতিক জোটের কর্মকান্ডকে প্রসারিত করার লক্ষে উপজেলা ভিত্তিক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামিমা পারভীন রত্না।